ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

লামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

solil somadiমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামা পৌরসভায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় পৌরসভার ১নং ওয়ার্ড চাম্পাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, নিহত শিশুর বাবা মোহাম্মদ চাম্পাতলী মসজিদের ঈমাম। মঙ্গলবার বেলা তিনটার সময় তার ছেলে ওবায়দুল্লাহ (৪) মসজিদের পাশের পুকুরে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় সাকিব পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে দ্রুত লামা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক সহকারী মেডিকেল অফিসার ডাঃ বিবি হাজেরা বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আসলে মর্মান্তিক। সন্তান হারানো কষ্ট কতখানী তা শুধু একজন বাবাই বলতে পারবেন।

প্রসঙ্গত, মাওলানা মোহাম্মদ এর আরেকটি শিশু গত বছর চকরিয়া শশুর বাড়িতে বেড়াতে গেলে সেখানে পানিতে পড়ে মারা যায়।

পাঠকের মতামত: