ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

লামায় চাচার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

solil somadiমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামা পৌরসভার কুড়ালিয়াটেক গ্রামে চাচার বাড়িতে বেড়াতে এসে মাতামুহুরী নদীতে ডুবে এক কিশোরীর সলিল সমাধি হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় নদীতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, লামার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী এলাকার আব্দুল মান্নান এর মেয়ে তানিয়া আক্তার (১৩) লামা পৌরসভার কুড়ালিয়াটেক এলাকায় চাচা জয়নাল ড্রাইভারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে হাটুজল পানিতে এই ডুবে সে মারা যায়। মুমূর্ষ অবস্থায় তাকে লামা হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কবরে নিহতের লাশ দাফন করা হয়েছে। লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দু সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: