ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

নিউজ ডেস্ক ::  জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি ফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। সোমবার (২০ জানুয়ারি) থেকে আগামী বুধবার পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তিনি রোহিঙ্গা ও স্থানীয়দের সাথে কথা বলবেন।

এছাড়া ইয়াং হি লি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। তবে, তিনি এখন পর্যন্ত স্থানীয় গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন। যার ফলে তার সফরে বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না।

সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি এবং মিয়ানমারকে পর্যবেক্ষণ করবেন।

এরআগে, ২০১৯ সালের ২১ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন ইয়াং হি লি। সে সময় পাঁচ দিনের এ সফরে ইয়াং হি লি একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পাঠকের মতামত: