ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে স্কাউটস গ্রুপের তাঁবুবাস উদ্বোধন

সোয়েব সাঈদ, রামু ::
রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ৩দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস-২০২০ শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ স্কাউট কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক তপন কুমার শর্মা, সহকারি পরিচালক মো. শরীফ হোছাইন, বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা কমিশনার আ,ন,ম আজগর হোছাইন, চট্টগ্রাম জেলা লিডার ট্রেইনার মোহাম্মদ মোর্শেদুল আলম, কক্সবাজার জেলা কাব লিডার মোজাফ্ফর আহমদ, বাংলাদেশ স্কাউটস রামু উপজেলা সম্পাদক সুকুমার বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালক কিশোর বড়ুয়া, সুনীল কুমার শর্মা, আবুল কাশেম খান (একে খান), আব্দুল হাশেম, মানসী বড়ুয়া, আওরঙ্গজেব টিপু, সাংবাদিক সোয়েব সাঈদ, উডব্যাজার স্কাউটার শাহরিয়ার আজাদ, স্কাউটার প্রেসিডেন্ট রোভার স্কাউটস ইব্রাহীম সবুজ ও মোহাম্মদ তৌকি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বার্ষিক তাঁবুবাসে অংশগ্রহনকারি স্কাউটস গ্রুপের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: