সোয়েব সাঈদ, রামু ::
হিমশীতল কুয়াশার রহস্যময় পরিবেশে সুর-সংগীত আর আবেগময় কথামালায় রামুর ওসমান ভবনে অনুষ্ঠিত হলো দুই বাংলার সাংবাদিকদের মিলনমেলা। কলকাতা প্রেসক্লাব ও আসামের ৩৪ জন সাংবাদিক সোমবার (৯ জানুয়ারি) রাত দশটায় রামুর ওসমান ভবনে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ সময় কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক সহ ওপার বাংলার সাংবাদিকদের পুষ্পস্তবক ও ক্রেস্ট দিয়ে সম্ভাষণ জানান, রামু প্রেসক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ সহ রামু প্রেসক্লাব সদস্যরা। কলকাতা প্রেসক্লাব ও আসামের সাংবাদিকদের পক্ষ থেকেও সাইমুম সরওয়ার কমল এমপিকে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এপার-ওপার বাংলার সাংবাদিকদের এ মিলনমেলায় বক্তৃতা করেন, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, আসামের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক ‘আমার অসম’ সম্পাদক মনোজ গোস্বামী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন ‘রামুতে এসে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান ও তাদের ঐতিহ্য দেখে আমরা মুগ্ধ। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখে ছিলেন, শোষণহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ। যেটি ছিলো মুক্তিযুদ্ধের চেতনা। বঙ্গবন্ধুর চেতনার বাংলাদেশ যে বাস্তবায়িত, সেটা আমরা এই সফরে দেখে মনের আনন্দে নিশ্চিন্তে ফিরে যাচ্ছি’।
তিনি বলেন, ভৌগলিকভাবে আমরা দূরে কিন্তু মানসিকভাবে দূরে নয়। বাঙ্গালির হৃদয়ের আন্তরিকতা যদি দেখতে হয়, এটা রামুতে এসেই দেখলাম। সাইমুম সরওয়ার কমলের আতিথেয়তা ও তাঁর আন্তরিকতা, আবেগ-উদারতায় আমাদের কিনে নিয়েছেন।
সোমবার (৯ জানুয়ারি) রাত ১০টায় কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপির ‘ওসমান ভবনে’ অনুষ্ঠিত এপার-ওপার বাংলার সাংবাদিকদের মিলনমেলায় কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এ কথা বলেন। ‘ভারতীয় সেনাদের রক্ত ও মুক্তিবাহিনীর রক্ত এক সঙ্গে পদ্মা দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে’ অটল বিহারী বাজপেয়ীর সেই বিখ্যাত উক্তি উল্লেখ করে স্নেহাশিস সুর বলেন, মুক্তিযুদ্ধে সময়ে ভারতীয় সেনাবাহিনী, শ্রীমতী ঈন্দ্রিরা গান্ধী, পুরো ভারতবর্ষ বাংলাদেশের পাশে ছিলেন।
শুভেচ্ছা বক্তৃতায় সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বাংলাদেশ-ভারতের ইতিহাস এক এবং অভিন্ন। আমাদের চরম দুঃসময়ে যখন জাতির পিতা বঙ্গবন্ধুকে বার বার জেলে নিয়ে যাওয়া হচ্ছিলো, তখন ভারতবাসী আমাদের পূর্ণ সমর্থন জানিয়ে ছিলো। বায়ান্নের ভাষা আন্দোলনের সময়ে ভারতবাসী আমাদের সমর্থন দিয়েছিলো। যখন নেতাজী সুভাষ বসু বৃটিশ বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন আমার পূর্ব পুরুষ নেতাজী সুভাষ বসুর ডাকে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে, আমরা ভারতবাসীর কাছে ঋণী। ভারতের কলকাতা ও আসামের সাংবাদিকরা এসে আমাদের আঙ্গিনা আলোকিত করেছেন, আমাদের মুগ্ধ করেছেন।
১৯৭১ এর রণাঙ্গনের কথা উল্লেখ করে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের পূর্বপুরুষদের ভারতবাসী আশ্রয় দিয়েছিলো। এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়ে ছিলো। তখন পুরো ভারতবর্ষ আমাদের সমর্থন দিয়ে, সাহস দিয়ে সহযোগিতা করেছিলো। আমরা রামু রামুর ওসমান ভবনের আঙ্গিনা থেকে ভারতবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এমপি কমল বলেন, রামুতে হিন্দু, বৌদ্ধ, মুসলমানের সুন্দর সহাবস্থান রয়েছে। এই রামুতে আপনাদের আগমনে আমরা আনন্দিত। আবারও আপনাদের রামুতে দাওয়াত জানাচ্ছি।
দুই বাংলার সাংবাদিকদের এ মিলনমেলায় উপস্থিত ছিলেন, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার (প্রেস) রঞ্জন সেন, নিউজ ১৮ বাংলার সম্পাদক বিশ্বনাথ মজুমদার, এই সময়ের সম্পাদক হিরক বন্দোপাধ্যায়, আনন্দবাজার অনলাইন সম্পাদক অনিন্দ জানা, ইন্দো বাংলা নিউজের সম্পাদক রজত রায় চৌধুরী, দেভাদীপ পুরোহিত, সুমন ভট্টাচার্য, অনামিত্র চ্যাটার্জী, নিতাই মালাকার, রোহিত খান্না, চন্দন দাস, তারিগ হাসান, দেবাশীষ সেনগুপ্ত, চ্যানেল হিন্দুস্থান সম্পাদক সুমন গাঙ্গুলী, দেবযানি লাহা ঘোষ, অমল সরকার, অশোক সেনগুপ্ত, পার্থ মুখোপাধ্যায়, পুলকেশ ঘোষ, দেবজ্যোতি চন্দ, প্রিতিশ বসু, রুপেশ ভাট্টি, জয়িতা মল্লিক, সুনিত কান্ত পালাদী, পি. জে বড়ুয়া, ‘আমার অসম’ সম্পাদক মনোজ কর গোস্বামী, আসামের ‘প্রাগ নিউজ’ সম্পাদক প্রশান্ত রাজগুরু, প্রণয় বরদলই, পার্থ দেব গোস্বামী, সঞ্জয় পাল, প্রাণিজত সাকাই, বিরেশ্বর দাস ও সোমেন ভারাটিয়া, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, এন টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আই কক্সবাজার জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, মাছরাঙা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সুনীল বড়ুয়া, এটিএন নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি অর্পন বড়ুয়া, কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বেদারুল আলম, ঈদগাঁহ উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম তারেকুল হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি দর্পণ বড়ুয়া ও খালেদ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক এইচ বি পান্থ, সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ম-সম্পাদক আল মাহমুদ ভূট্টো প্রমুখ।
বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির মেম্বার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়া, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রাজারকুল জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, কন্ঠশিল্পী মানসী বড়–য়া, সোনিয়া বড়–য়া, মিনা মল্লিক, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু যুব একাদশের সাধারণ সম্পাদক প্রবাল বড়ুয়া নিশান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।
এমপি সাইমুম সরওয়ার কমলের আমন্ত্রণে সোমবার রাতে রামুতে আসেন কলকাতা প্রেসক্লাব ও আসামের ৩৪ সাংবাদিক। ওপার বাংলার সাংবাদিকদের সম্মানে রামুর ওসমান ভবন আঙিনায় অনুষ্ঠিত হয়, কথামালা, গান, রাখাইন নৃত্য। পরে আগত অতিথিরা নৈশভোজে অংশ নেন। কলকাতা ও আসামের সাংবাদিকরা সহ অনুষ্ঠানে রামুর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
প্রকাশ:
২০২৩-০১-১১ ১৬:১৬:০৮
আপডেট:২০২৩-০১-১১ ১৬:১৬:০৮
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- প্রশাসনকে সকল দলের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পাঠকের মতামত: