ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

রামুতে শানদার কেরাত মাহফিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ::

রামুর ঐতিহাসিক তাহসীনুল কোরআন সংস্থার উদ্যোগে একদিন ব্যাপী শানদার কেরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর রামু হাইস্কুল মাঠে এই কেরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের খ্যাতিমান বরণ্য কারীগণের মধ্যে কোরাআনুল করিম থেকে তেলোয়াত পেশ করেন দেশের প্রখ্যাত কারী মনজুর বিন মোস্তফা, কারী শহীদুল ইসলাম, কারী ইসহাক, কারী আজিজুল হক, কারী সাইফুল্লাহ, কারী আজিজ, কারী ইউনুছ, কারী মোহাম্মদ কামাল, কারী মোহাম্মদ জুনাইদ, কারী আব্দুল মান্নান, কারী শফিউল্লাহ, কারী আনোয়ার, কারী আবদুর রশিদ, সংগঠনের প্রচার সম্পাদক কারী হুমায়ুন রশিদ, কারী আছেম, কারী নূরুল আবছার, কারী ইরফান, কারী রবিউল হাসান, কারী বদিউল আলম, কারী জুবাইর, কারী ছাদেকুল্লাহ, কারী তৈয়ব উল্লাহ শিশু কারী হাফেজ রিফাত বিন আবদুর রশিদ। পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন তাহসীনুল কোরআন সংস্থার সভাপতি আল্লামা মুফতি মুর্শেদুল আলম চৌধুরী, মাওলানা শেখ সোলাইমান, মাস্টার তৈয়ব উল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ শামসুল হক, সহ-সভাপতি মাওলানা হেফাজেতুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ ছৈয়দ নুর, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. মনির ও মাওলানা জসিম। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো. আয়াতুল্লাহ। উক্ত কেরাত মাহফিলে বিপুল শ্রোতা কেরাত শুনে মুগ্ধ হয়েছেন।

পাঠকের মতামত: