ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) বেলা আড়াইটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান ফ্যাক্টরী সংলগ্ন মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে নিহত ক্যাভার্ডভ্যান চালক মো. নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে। এ ঘটনায় যাত্রীবাহি বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স জানান-রাবার বাগান মোড়টি খুবই দূর্ঘটনাপ্রবণ। এ মোড়ে চট্টগ্রাম অভিমুখি কাভার্ডভ্যানটির সাথে চকরিয়া থেকে আসা কক্সবাজার মুখি যাত্রীবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক প্রাণ হারান। এতে বাসের ১০ জনের বেশী যাত্রী আহত হন। এরমধ্যে বাসটির চালক সহ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানিয়েছেন- দূর্ঘটনার শিকার ১১ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে মো. নান্নু নামের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত ১০ জনের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: