ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রামুতে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সম্পন্ন

ramu news & pic 28 jan 2017 (01)খালেদ হোসেন টাপু, রামু ::::
কক্সবাজারের রামুতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তালিকাভুক্ত ও অনলাইনে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত পরিবেশে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও পুলিশ-বিজিবির উপস্থিতিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া সম্পাদন করা হয়।
এসময় মুক্তিযুদ্ধের প্রমাণাদি, সাক্ষী ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে এ কার্যক্রম শেষ করে বাছাই কমিটি।
এতে উপস্থিত ছিলেন বাছাই কমিটির সভাপতি ও কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহজাহান, সদস্য সচিব রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলী, রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, ডেপুটি কমান্ডার রনধির বড়–য়া, বীর মুক্তিযোদ্ধা মাস্টার গোলাম কাদের, আব্দুচ্ছালাম ও গোলাম কাদের প্রমূখ।

পাঠকের মতামত: