ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রামুতে মানব পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

রামু প্রতিনিধি ::

রামুর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। ১৪ মার্চ রাতে র‌্যাব-৭ এর মেজর মোঃ রুহুল আমিন এবং র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহ্ম্মাদ মহিউদ্দিন ফারুকী এর নেতৃত্বে মানব পাচারকারী চক্রের ওই তিন সদস্যকে দীর্ঘদিন পর গ্রেফতার করতে সক্ষম হয় ।

অাটকৃতরা হল রামুর গোয়ালিয়া গ্রামের হাজী আশরাফ মিয়া পুত্র মোঃ মুনসুর মিয়া (৫২),রামু পোঁচার দ্বীপ দক্ষিণ পাড়ার হাজী কাদের হোসেন এর পুত্র আবুল কালাম (৩৮) এবং রামুর ধোয়া পালং এর হাজী মুহাম্মদ হোসেন এর পুত্র মোঃ আব্দুল গফুর (৩৯)।

এ ব্যাপারে কক্সবাজার র‌্যাব-৭ এর মেজর মোঃ রুহুল আমিন জানান, অাটকৃতরা টাঙ্গাইল সদর থানায় মানবপাচার মামলার অাসামী এবং মানবপাচারকারী চক্রের সদস্য।

তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে সোর্পদ করা হচ্ছে ।

পাঠকের মতামত: