ঢাকা,শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

রামুতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ ফার্মেসীকে জরিমানা

ramu pic uno 22.03.16সোয়েব সাঈদ, রামু ::
রামুতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮টি ঔষধ বিক্রয় প্রতিষ্ঠান হতে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজীর নেতৃত্বে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইট ও চা বাগান বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে হাসপাতাল গেইট এলাকার মা মেডিকেল হলকে ৩ হাজার টাকা, রায়হান মেডিকোকে ৩ হাজার টাকা, প্রভা মেডিকোকে ২ হাজার টাকা, পুষ্প অঞ্জলী মেডিকোকে ২ হাজার টাকা, শওকত মেডিকোকে ২ হাজার টাকা, হেলালী মেডিকোকে ১ হাজার টাকা এবং চা বাগান বাজার এলাকার শেবাশ্রয় মেডিকোকে ১ হাজার টাকা এবং পুষ্প মেডিকেল হল কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী জানিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকা এবং অনুমোদনবিহীন ঔষধ রাখার দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এসব বিষয় আমলে নিয়ে ব্যবসা করার জন্যও ব্যবসায়িদের সতর্ক করেন তিনি।
অভিযান চলাকালে কক্সবাজার ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো. শফিকুর রহমান, রামু থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: