ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রামুতে বিপুল পরিমান গাঁজাসহ আটক ৩

খালেদ হোসেন টাপু, রামু ::

কক্সবাজারের রামু থানা পুলিশ একটি যাত্রীবাহী চেয়ারকোচ তল্লাশী চালিয়ে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। বুধবার (২৫ জুলাই) সকাল ৬টা ৪৫মিনিটে গোপন সূত্রে খবর পেয়ে রামু থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমানের নির্দেশে এসআই সৈয়দ ছানাউল্লাহ ও এএস খোকন কান্তি রূদ্র এর নেতৃত্বে একদল পুলিশ বাইপাস এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজার একটি সৌদিয়া চেয়ারকোচ তল্লাশী চালিয়ে ২৩কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান (২০), পিতা-ইমাম হোসেন প্রকাশ কামাল, দিল মোহাম্মদ (২২) পিতা- আলী আহমদ ও মোঃ রানা (১৮) পিতা- আল আমিন প্রকাশ সাগরকে আটক করে। তাদের ৩জনের বাড়ি টেকনাফ এলাকায় বলে পুলিশ জানিয়েছেন।

এদিকে রামু থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান গাঁজাসহ ৩জন আটকের বিষয় নিশ্চিত করে জানান, জব্দকৃত এসব গাঁজা ব্যাগের ভিতর করে কুমিল্লা থেকে টেকনাফ নিয়ে যাচ্ছিল ওই তিন পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে চেয়ারকোচটি তল্লাশী চালিয়ে গাঁজাসহ এই তিন মাদক পাচারকারী আটক করে বলে তিনি জানান।

পাঠকের মতামত: