ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

রামুতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর বিশাল মেজবান ৩ অক্টোবর, আসছেন ড. হাছান মাহমুদ, ব্যারিস্টার নওফেল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

নীতিশ বড়ুয়া, রামু ::  কক্সবাজারের রামুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশাল মেজবান আগামী ৩ অক্টোবর, রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপ-মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক, পৌর মেয়র মুজিবুর রহমানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলার সকল সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদক মেজবানে সম্মানীত অতিধি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজনে সভাপতিত্ব করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশাল মেজবান আয়োজন কমিটির সভাপতি, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশাল মেজবান আয়োজন কমিটির মহাসচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম জেলা-উপজেলার সর্বস্তরের মুজিবপ্রেমী জনতাকে মেজবানের নিমন্ত্রণ জানিয়েছেন। এদিকে মেজবান আয়োজন কমিটির নেতৃবৃন্দ জানান, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে বিগত বছরের ধারাবাহিকতায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশাল এ মেজবান আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টিসহ বিভিন্ন কারনে এ আয়োজন আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। সফল ভাবে মেজবান সম্পন্ন করতে ইতোমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।### ###

পাঠকের মতামত: