ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রামুতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ৮

dbরামু প্রতিনিধি :::

রামু উপজেলাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকা থেকে ডিবি পরিচয়ে ৮ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। এরা হলো ইসতেখার, বাদশা, সোহেল রানা, জামাল উদ্দিন, আসাদ, আব্দুর রহিম, দেলোয়ার ও জাহাঙ্গীর। তাদের আটজনের বাড়িই কক্সবাজার পেশকার পাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

শনিবার ( ৫ আগষ্ট ) বেলা ১২ টার দিকে তাদেরকে আটক করে পুলিশ। বর্তমানে তাদেরকে জিজ্ঞানাবাদ করছে পুলিশ।

দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো জানান, তার এলাকা থেকে ডিবি পরিচয়ে আট জন ব্যক্তি ১ জনকে ধরে নিয়ে যাওয়ার বিষয় তিনি শুনেছেন।

এদিকে রামু থানার অফিসার্স ইনচার্জ একে এম লিয়াকত আলী আটক ঘটনা সত্যতা স্বীকার বলেন, উমখালী এলাকা থেকে ডিবি পরিচয় দিয়ে ১ ব্যক্তিকে তুলে নেওয়ার সময় এলাকার লোকজন ৮ জনের চক্রটি ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গ্রেফতার করে তাদেরকে থানায় নিয়ে আসে। ঘটনার সত্য/মথ্যা তদন্ত অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: