ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ৮ ‘ভুয়া’ ডিবি পুলিশ আটক

FAKE-DB-POLICEনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বিভিন্ন এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ‘ভুয়া’ গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্দেহে ৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মারুফ হোসেন সরদার সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতরাতে রাজাধনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ ভুয়া পুলিশ আটক করা হযেছে। তাদের কাছ থেকে ডিবি পুলিশের জ্যাকেট, মনোগ্রাম, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ প্রতারণার কাছে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।’

এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিন্ট রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

পাঠকের মতামত: