ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মুহাদ্দিসদের আপাদ মস্তক সুন্নতের পা-বন্দি হতে হবে -কক্সবাজারে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী

sssssগোলাম আজম খান, কক্সবাজার :::

চট্টগ্রাম জামেয়া দারুল মা’রিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী বলেছেন- যারা হাদিস পড়ান অর্থাৎ মুহাদ্দিসদেরকে আপাদ মস্তক সুন্নতের পা-বন্দি হতে হবে। বিড়ি সিগারেট খেয়ে হাদিস পড়ালে তিনি মুহাদ্দিস হবেন কিভাবে? তাই প্রত্যেক মুহাদ্দিসকে হাদিসের রঙে রঙ্গিন হতে হবে।

সুলতান যওক নদভী আরও বলেন, তথ্য প্রযুক্তির যুগে ক্যামেরার ব্যবহার বেড়ে গেছে। অবশ্য প্রয়োজন ব্যতিরেকে ছবি তোলা জায়েজ নেই। অপ্রয়োজনীয় ছবিতে কিয়ামতের দিন আল্লাহ পাক ‘প্রাণ’ দেয়ার নির্দেশ দিবেন। প্রাণ দিতে না পারলে ছবি উত্তোলনকারী ও প্রাণীর ছবি অংকনকারীকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।

কক্সবাজারের ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারের সানুভীয়া ৩য় বর্ষের ছাত্রদের তাফসীরে জালালাইন ও মিশকাত শরীফের সমাপনী দরস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শনিবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারের পরিচালক হাফেজ মাওলানা ছালাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম জামেয়া দারুল মা’রিফ আল ইসলামিয়ার সহকারী পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলিল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাফেজ সালামত উল্লাহ, হাফেজ মাওলানা কারী ইসমাঈল, মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা আবুল কালাম, মাওলানা মানজুর ইলাহী সহ জেলা শহরের বিভিন্ন ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকের মতামত: