ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ঝুঁিকমুক্ত সুচিকিৎসা নিশ্চিতে সুরক্ষা সামগ্রী দিলেন উপজেলা চেয়ারম্যান

এম.জিয়াবুল হক, চকরিয়া ::   করোনা সংক্রমণে সেবা নিতে আগত সর্বসাধারণের সুচিকিৎসা নিশ্চিতে এবার মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালের চিকিৎসকের জন্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। রবিবার ১২ জুলাই মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে উপস্থিত হয়ে হাসপাতালের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা জোসেফ অমুল্য রায়ের হাতে চিকিৎসকের জন্য এসব সুরক্ষা সামগ্রী তুলে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, করোনা সংক্রমণের কারণে প্রায় প্রতিদিন মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে সর্বসাধারণ সেবা নিতে আসছেন। তাই ঝুঁিকমুক্ত পরিবেশে আগত সর্বসাধারণের মাঝে সুচিকিৎসা এবং সেবা নিশ্চিতে বেশি প্রয়োজন চিকিৎসকদের সুরক্ষা।

সেই আলোকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের চিকিৎসকদের জন্য ১৫ সেট পিপিই, ৩০০ পিস ফেইস মাস্ক, ৩০০ হ্যান্ড গ্লাভস, ২ টি টার্মাল স্কেনার উপহার হিসেবে দিয়েছি। আশাকরি এসব সুরক্ষা উপকরণ পেয়ে এবার হাসপাতালের চিকিৎসকরা ঝুঁিকমুক্ত পরিবেশে আগত সর্বসাধারণের মাঝে সুচিকিৎসা নিশ্চিত করতে পারবেন।

পাঠকের মতামত: