ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কুতুবদিয়া থানা ওসি দিদারুল ফেরদৌস

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া, ককসবাজার ::
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস। জানা যায়, বিশ্ব ব্যাপী মহামারি সংক্রামণ রোগ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাংলাদেশকে লকডাইনের আওতায় আনা হয়েছে।

তারই ধারাবাহিকতায় কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপও লকডাউন আওতায় রয়েছে। লকডাউনের কারণে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ (ড্রাইভার, হেল্পার, রিকশা চালক, ছোটখাটো দোকানদার, দিন মজুর) বেকার হয়ে পড়ে। তাদের পরিবারে নেমে এসেছে অভাব অনটন।

এ সব শ্রমজীবি মানুষের খাদ্য সংকট,অভাব অনটন মোকাবেলায় কুতুবদিয়া থানা পুলিশ নিত্যপ্রযোজনীয় খাদ্য সামগ্রী নিয়ে শ্রমহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন কুতুবদিয়া থানা পুলিশ।

কুতুবদিয়া থানায় কর্মরত পুলিশের মাসিক বেতনের তিন দিনের বেতন এবং স্থানীয় স্বচ্চল ব্যাক্তিদের অনুদানে ফান্ডগঠন করে রিক্সাশ্রমিক,টেম্পু শ্রমিক ও শ্রমজীবি কর্মহীন মানুষের পরিবারে খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য সামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় কুতুবদিয়া থানা পুলিশ বুধবার (১ এপ্রিল ) ২য় দিনের মত বড়ঘোপ বাজার, অমজাখালী, আলী আকবর ড়েইল তার আশপাশে, উত্তর ধুরুং আকবর বলী ঘাট এলাকায়, লেমশীখালী চৌমুহনী এলাকায় ও তার আশপাশে, বড়ঘোপ মগডেইল, বিদ্যুৎ মার্কেট জেলেপাড়া এলাকায় হতদরিদ্র, শ্রমহীন রিক্সাচালক, টেম্পু চালক, দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে পুলিশ স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেকে উল্লাহ রফিক এমপি সহায়তায় ৮০ পরিবারকে এবং পুলিশের পক্ষ থেকে প্রায় ১০০ পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, সোয়াবিন তৈল, সাবান রয়েছে। লকডাউন অবস্থায় কর্মহীন মানুষের পাশে থাকার অঙ্গিকার করেন কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস। তিনি আরো জানান, করোনা ভাইরাস রোগের সতর্ক বার্তা নিয়ে পুলিশ প্রত্যেক মানুষের দোরগোডায় পৌঁছে দিয়ে যাচ্ছে । এ কার্যক্রম অব্যহত রয়েছে।

এছাড়াও দ্বীপের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে আর্থিক সংকটে অনাহারে থাকলে পুলিশ কন্টোল রুম ০১৮৪৩৩৩৩১৪৪, ০১৭৭৭৮১০০৪৬ ফোন নাম্বারে কল করলে পুলিম তদন্তপূর্বক খাদ্য সামগ্রী পৌছে দেবে বলে জানান।

এছাড়াও প্রতিনিয়তই করোনা ভাইরাস সতর্কবার্তা লিফলেট হোম কোয়ারান্টাইনে থাকা ব্যাক্তিদের নজরদারী, হাট বাজার, দোকানে সমাগম দূরত্ব ও শৃংখলা বজায় রেখে চলার সতর্ক বার্তার কাজ করছে।

স্থানীয় কমিউনিটি ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে করোনা ভাইরাস নিয়ন্ত্রনের লক্ষে লকডাউন কার্যক্রমে বেকার হওয়া হত দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: