ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলররা শপথ নিলেন

নিজস্ব প্রতিবেদক :: শপথ নিলেন মহেশখালী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলররা
মহেশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি তাঁদের শপথবাক্য পাঠ করান।

মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়াকে প্রথমে শপথবাক্য পাঠ করান। নৌকা প্রতীক নিয়ে মকসুদ মিয়া তৃতীয় বারের মতো মহেশখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন।

এসময় সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার।

গত ২০ সেপ্টেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ২৬ সেপ্টেম্বর নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

পাঠকের মতামত: