ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

মহেশখালী-কুতুবদিয়া আসনে হামিদ আযাদই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী

ইমাম খাইর, কক্সবাজার ::
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হলেন জামায়াত নেতা এইচএম হামিদুর রহমান আযাদ।
শনিবার (৮ ডিসেম্বর) বেলা ২ টার দিকে বিএনপির গুলশান কার্যালয় থেকে হামিদুর রহমানের আযাদের পক্ষে প্রতিকের চিঠি গ্রহণ করেন মহেশখালী উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ জাকের হোসেন। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। হামিদুর রহমান আযাদের প্রার্থীতা ঠেকাতে হাইকোর্টে পৃথক দুইটি রীট করা হয়েছিল। আদালত দুইটি রীট খারিজ করে দেন। তার একটি ছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে কিভাবে ধানের শীষ প্রতিক পেতে পারেন? অপর রীটটি ছিল মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের দন্ড পাওয়ার পর কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন? উচ্চ আদালত দুইটি রীটই খারিজ করে দিয়েছেন।
এইচএম হামিদুর রহমান আযাদের প্রার্থীতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়ালেও শেষ পর্যন্ত ধানের শীষের প্রতিক নিয়ে তিনি নির্বাচন করছেন।

পাঠকের মতামত: