ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

মহেশখালী-কক্সবাজার সড়ক সংস্কারের দাবিতে সিইএইচআরডিএফ ও ছাত্র পরিষদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ::  বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীর সাথে কক্সবাজার এর যোগাযোগ সংস্কারের নানা দাবিতে এবং পারাপারকালে তরুণ ছাত্র তোফায়েল আহমদের মৃত্যুর প্রতিবাদে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন আয়োজন করেছে সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম -সিইএইচআরডিএফ ও কক্সবাজারস্থ মহেশখালী ছাত্র পরিষদ।

২৪ সেপ্টেম্বর আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কক্সবাজারস্থ মহেশখালী ছাত্র পরিষদের সভাপতি মোঃ রাসেল উদ্দিন।

ছাত্র পরিষদের সহ-সভাপতি ইয়াসির আরফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মকবুল আহমদ।

মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল বশর, মহেশখালী শিল্পকলা একাডেমির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাঙ্গালী, সাংবাদিক আমিনুল ইসলাম,মহেশখালী পৌরসভার কাউন্সিলর সালামত উল্লাহ, এডভোকেট ফারুক, সিইএইচআরডিএফ পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিন প্রমুখ।

এসময় ১০ দফা দাবি তুলে ধরেন বক্তারা।দাবিসমূহ হলোঃ
১। অতি শীঘ্রই ফেরিঘাট বা সেতু চালুর ঘোষণা দিতে হবে এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
২। কক্সবাজার-মহেশখালী নৌপথে নৌ ট্রাফিকের ব্যবস্থা রাখতে হবে।
৩।জরাজীর্ণ ও মেয়াদউত্তীর্ণ বোটগুলো ঘাট থেকে প্রত্যাহার করতে হবে। এবং প্রতি বোটে জনপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করতে হবে।
৪। রাতে চলাচল করা বোটগুলোর সিগনাল লাইট বাধ্যতামূলক করতে হবে।
৫। জরুরি রোগী আনা-নেওয়া জন্য নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।
৬। বোট চালকদের প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে দক্ষতা লাইসেন্স দিতে হবে এবং ঘাটে পর্যাপ্ত বোটের ব্যবস্থা করতে হবে।
৭। ৬নং ঘাটে মালপত্র বাবদ অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হবে।
৮।৬ নং ঘাটের সার্বিক পরিস্থিতি ডিসি মহোদয় কর্তৃক পর্যবেক্ষণের নিমিত্তে সিসি ক্যামরার ব্যবস্থা করতে হবে।
৯।নদীতে দুর্ঘটনাবশত কেউ নিখোঁজ হলে প্রশাসনের দায়িত্বে তাৎক্ষণিক উদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।
১০। বর্তমানে মহেশখালী এবং কক্সবাজার ৬নং ঘাটে দায়িত্বরত খারাপ আচরণকারী ব্যক্তিদের প্রত্যাহার করে সৎ, ন্যায়বান ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় তিনি প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন।

পাঠকের মতামত: