ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রিকালে বাবা-ছেলে গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা ::
মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রি করার সময় পিতা-পুত্র দুইজনকে স্থানীয় চেয়ারম্যান ও জনতার সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন, কুতুবজোম তাজিয়াকাটা এলাকার ডহর মনু (৬০) ও তার ছেলে নুরুল ইমলাম (২৪)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নতুন বাজারে মৃত মহিষ জবাই করে মাংস বিক্রি করার সময় মাংস থেকে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ও মাংস থেকে পানি বের হতে দেখে ক্রেতারা জানতে পারে কসাইরা মৃত মহিষ জবাই করে বিক্রি করছে।

পরে তারা মহেশখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে হাতেনাতে পিতা-পুত্র দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মৃত মহিষ জবাই করে মাংস বিক্রির অপরাধে তাদের দুইজনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম। পরে উদ্ধারকৃত মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

 

পাঠকের মতামত: