ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে বাল্য বিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

সরওয়ার কামাল, মহেশখালী ::  মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে বাল্য বিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। ১০ই অক্টোবর বিকাল ২ টায় মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আংগ্যাজাই মারমার নেতৃত্বে মহেশখালী থানার এসআই মাহমদুল হক সহ সঙ্গীয় ফোর্স মহেশখালী তথ্য সেবা কর্মকর্তা ইনুফা আক্তার রিনার সংবাদের ভিত্তিতে ছোট মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর সিপাহীর পাড়া গ্রামের প্রবাসী আবুল কাসেম প্রকাশ(ডরড) এর মেয়ে নাহিদা আক্তারের সাথে শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা গ্রামের এক ছেলের বিয়ের আয়োজন চলছে। উপজেলা প্রশাসন ও মহেশখালী থানার পুলিশ উপস্থিতি টের পেয়ে কনের মা ও কনের দুলাভাই পালিয়ে যায়। এ সময় বিয়ের আয়োজনে উপস্থিত থাকা বর ও কনে পক্ষের ৩ জনকে বাল্য বিবাহের কাজে সহায়তা করার অপরাধে পুলিশ থানায় নিয়ে আসে। এবং বাল্য বিবাহ বন্ধ করে দেন। পরে ভবিষ্যতে আর কোন বাল্য বিবাহে কাজে সহায়তা না করার অঙ্গিকার প্রদান করে থানায় মুচলেখা দিয়ে আটক ৩ জন কে পুলিশ ছেড়ে দেয়।

পাঠকের মতামত: