মহেশখালী প্রতিনিধি ::
প্রচন্ড ঝড়ে আজ ২৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টায় মহেশখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় বজ্রপাতে হোয়ানক ইউনিয়নের মইগ্যা ঘোনা এলাকায় মোঃ রাজিব (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রাজিব কেরুনতলী গ্রামের মফিজুল অালমের পুত্র। বৃষ্টি ও বাতাস শুরু হলে সে লবণ মাঠে জমাকৃত লবণ রক্ষা করতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
সকাল সাড়ে ৮টার দিকে প্রচন্ড কালবৈশাখী ও মৌসুমী বায়ু প্রায় ২০ মিনিটের মধ্যে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া,রাজুয়ার ঘোনা ও মাঝের পাড়ার কাঁচা ঘর বাড়ী,পানের বরজ,মুরগীর খামার,
গাছপালা,মাহফিলের পেন্ডেল সহ লবণ চাষিদের ব্যাপক ক্ষতি হয় যা কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে বড়ছড়া গ্রামের পান চাষী আব্দুল মালেক,
শামশুল আলম,মোঃ শরিফ সহ অনেকের পানের বরজ মাটিতে পড়ে গেছে।
পাঠকের মতামত: