ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে কালভার্ট ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী ::
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া মিজ্জির পাড়া অংশের কালভার্টের পাটাতন ধসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) ভোর সকালে বৃষ্টির পানির তোড়ে কালভার্টটির পাশে মাটি সরে গেলে পাটাতন ধসে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, কালভার্টটি বিভিন্ন সময় ধসে পড়ায় নতুন কালভার্ট নিমার্ণ কাজ চলতেছে গচ্ছপ গতিতে। বর্তমান পাটাতন দিয়ে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য ছোট পরিসরে কালভার্ট নির্মাণ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, গত বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি তোড়ে এবং বিভিন্ন সময় ভারী যানবাহন চলাচলের কারণে জনতাবাজার -কালারমারছড়া সড়কের মাঝামাঝি মিজ্জির পাড়া স্থানে অবস্থিত কালভার্টটির সংযোগ সড়ক ও সুরক্ষা দেয়াল ধসে পড়ে। কিন্তু তাৎক্ষণিকভাবে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ধীরে ধীরে দুপাশের সংযোগ সড়ক ভেঙে যায়।

আজ সরেজমিনে দেখা যায়, লোকজন গাড়ি পরিবর্তন করে ওই সড়ক দিয়ে চলাচল করছিল ঘন্টাখানেক। পরে স্থানীয় এলাকাবাসি এগিয়ে এসে পাটাতন ঠিক করে কোন মতে ঝুকি নিযে চলাচলের উপযোগী করেছে। এবিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

পাঠকের মতামত: