ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

মক্কা ও দাম্মামে কক্সবাজারের ২জনসহ ৪ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি :: করোনা ভাইরাস ও হ্নদয়রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের মক্কা ও দাম্মামে ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনার পাশাপাশি গত দের মাস ধরে অবরুদ্ধ ও গৃহবন্দী থাকায় বেকার হয়ে মানসিক চিন্তা, অভাব অনাটনে ও অর্থ সংকট কারণে হ্নদয়রোগে আক্রান্ত হয়ে নিজ বাসা অথবা হাসপাতালে প্রতিদিন মারা যাচ্ছেন সৌদি প্রবাসীরা।

মৃত্যুবরণকারীরা হলেন-
(১) করোনায় আক্রান্ত হয়ে মক্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান হাফেজ রুহুল আমিন (৪০)।
তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার বাজারকুল গ্রামের বাসিন্দা।

(২)১৬ এপ্রিল সকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাক ফোরামের সদস্য জিয়াউর রহমান জিয়া (৩৫) করোনা আক্রান্ত হয়ে পবিত্র মক্কার একটি হাসপাতালে মারা গেছেন।
তার বাড়ী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নে। প্রবাসী জিয়াউর রহমান জিয়া মক্কায় আল আবির কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি স্বপরিবারে সৌদিতে থাকতেন।

(৩) স্ট্রোক করে মক্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মক্কা নগরীর আজিজিয়া এলাকার ব্যবসায়ী মুহাম্মদ ফরিদুল আলম (৫০)।
তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ গারাংঙ্গিয়া আলুরঘাটের জমিল আহমদের পুত্র।

(৪) দাম্মাম নগরীর আরেক ব্যবসায়ী স্ট্রোকাক্রান্ত হয়ে মারা গেছেন। তার বাড়ী বি-বাড়িয়া জেলায়।

পাঠকের মতামত: