ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মক্কায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী মা-ছেলেসহ নিহত ৪

acciমক্কা প্রতিনিধি:::

সৌদি আরবের মক্কার আরাফাতের ময়দান নামক স্তানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মা ছেলেসহ তিন বাংলাদেশি  ও একজন মায়ানমারের নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছৈ আরো দু্ই জন।

১৮ ই জুলাই রবিবার স্তানীয় সময় বিকেল ৫ টার সময় আরাফাতের ময়তানে সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার ধানমন্ডি এলাকার প্রবাসী সালামের স্ত্রী হেনা আকতার (৩০) ও ছেলে আরিফ আহম্মেদ সিফাত(০৪) এবং নরসিংদী পলাশ উপজেলার সোহরাব হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৩১)।অপরজন গাড়ি চালক মায়ানমারের নাগরিক আব্দুল আজিজ(২৭)।

নিহত বাংলাদেশিরা ‘ভিজিট ভিসা’য় কয়েকদিন আগে সৌদি আরব আসে তারা সবাই আরাফাতের ময়দানে রহমতের পাহাড়ে যাচ্ছিল। নিহতদের মরদেহ মক্কা আল নূর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

পাঠকের মতামত: