ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বড় মহেশখালী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ

সরওয়ার কামাল, মহেশখালী ::  বহুল আলোচিত ইউনিয়ন কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলায় শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ইউনিয়নে জন্ম। বরাবরের মত এই ইউনিয়নের নির্বাচন সবার দৃষ্টি গোচর হয়ে থাকে, ইউনিয়নের নির্বাচন মানেই ব্যয় বহুল।

তথ্যানুযায়ী আগামী মার্চ মাসের তৃতীয় সাপ্তাহে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন কিন্তু বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ধাপের পরবর্তী হবে। সেই বিষয় মাথায় রেখে বড় মহেশখালী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী প্রচারনা যে যার মত করে সু-কৌশলে পোষ্টার, ব্যানার, গিফট প্রদান, চায়ের দোকানে প্রচার সহ বিভিন্ন ভোটারদের মন জয়ী করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি স্ব-স্ব দলের হাইকমান্ডের সাথে লবিং চালিয়ে যাচ্ছে যাতে দলীয় টিকিট নিজের আয়ত্বে আনা যাই। সেই সুযোগে হাটে, বাজারে, দোকানপাটে ও বাড়িঘরে ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে চুল ছেড়া বিশ্লেষন শুরু করেছে এবং বিগত সময়ে যারা জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছে তাদের কৃতকর্মের আলাপ আলোচনা করে যাচ্ছে। বড় মহেশখালী ইউনিয়নে দলমত নির্বিশেষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের মাঝে যাদের নাম কানাঘোষা চলছে-বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল। বাংলাদেশ আওয়ামীলীগ মহেশখালী উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরী। মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশার ছোট ভাই ও বড় মহেশখালী সবুজ বাংলা সমবায় সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর ইছহাক মিয়া ফরিদ। বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশিঁ । জাতীয় শ্রমিকলীগ মহেশখালী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, ছাত্রনেতা, আশহাদ উল্লাহ সায়েম প্রমুখ। স্ব-স্ব প্রার্থীরা দলীয় ঠিকিট পেতে দলের হাইকমান্ডের সাথে নিজের মত করে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে জানাগেছে।

পাঠকের মতামত: