ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বড় মহেশখালীতে ভাতিজার ধাক্কায় চাচা নিহত

সরওয়ার কামাল মহেশখালীঃ  মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা এলাকায় জায়গার বিষয় নিয়ে ভাতিজার ধাক্কায় চাচা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৫ই মে মঙ্গলবার রাত ১০টায় বড় মহেশখালী পশ্চিম জাগিরাঘোনা চৌরাস্তার মোড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে পশ্চিম জাগিরাঘোনা গ্রামের বৃদ্ধ শফি আলমের সাথে ভাই গাউয়্যার পুত্রের সাথে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তর্কবির্তক শুরু হয়। এ সময় এলাকার মোহাম্মদ জহিরের পুত্র নুর মোহাম্মদ (প্রকাশ ) লেড়াইয়া বৃদ্ধ মোহাম্মদ শফিকে স্বজোরে ধাক্কা দেয়। তিনি মুহুর্তের মধ্যে মাটিতে ঢলে পড়লে স্থানীয় প্রতিবেশী লোকজন তাকে  দ্রুত মহেশখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাঠকের মতামত: