মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ
মরণ ব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়ার পাইং উ প্রু মার্মার(১৫) চিকিৎসা সহায়তা করতে তার পাশে দাঁড়িয়েছে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের দানবীর শেখ এইচ.এম আহসান উল্লাহ। ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার অসুস্থ পাইং উ প্রু’কে দেখতে গজালিয়া গাইন্ধা পাড়া তার বাড়িতে ছুটে যায় এবং তার চিকিৎসার খোঁজ খবর নেয়। এসময় গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয় মার্মা, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও তহবিল সংগ্রহ উপকমিটি’র সদস্য সচিব উ থোয়াই মার্মা উপস্থিত ছিলেন।
অসুস্থ পাইং উ প্রু মার্মার চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা উপস্থিতিতে পাইং উ প্রু’র বাবার হাতে তুলে দেন এবং উন্নত চিকিৎসা করতে আরো সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
পাঠকের মতামত: