ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

বৃষ্টিতেও ভোটকেন্দ্রে ভোটাররা

ইমাম খাইর, কক্সবাজার :
আজ বহুল আলোচিত কক্সবাজার পৌরসভা নির্বাচন। ভোর থেকে টানা বৃষ্টি শুরু হলেও ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছে ভোটাররা। সকাল ৮ টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়।
সকাল ৯টা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে, শেষ পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে এখনো অনেকের শঙ্কা রয়েছে।
নির্বাচনকালীন দায়িত্বে রয়েছে, ২ প্লাটুন বিজিবি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ৬টি টহলদল এবং প্রত্যেক কেন্দ্রে ১২ থেকে ১৪ জন পুলিশ। প্রতি দুইটি কেন্দ্রে জন্য একটি স্ট্রাইকিং ফোর্স ।
এছাড়াও আমর্ড পুলিশ ও আনসার বাহিনীসহ সব মিলে প্রায় এক হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ৩৯টি কেন্দ্রে ৮৩ হাজার ৭২৮ জন ভোটার।
এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার রয়েছেন ৩৯ হাজার ৩৫৫ জন।
নির্বাচনে মেয়র প্রার্থী ৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩৯টি কেন্দ্রের মধ্যে ১০ নং ওয়ার্ডে একটি ও ১১নং ওয়ার্ডের দুই কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত: