ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

বিএনপি নেতা দুদুকে আইনের আওতায় আনার দাবিতে উখিয়া ছাত্রলীগের বিক্ষোভ

কায়সার হামিদ মানিক, উখিয়া ::

উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ সেপ্টেম্বর)বিকালে উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুনের নেতৃত্বে বিশাল মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উখিয়া থানার মোড়ে এসে শেষ হয়।

উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন।বক্তব্য দেন উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, আলমগীর আলম নিসা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি অহিদুল হক চৌধুরী , উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা খোরশেদ আলম, সাইফুল ইসলাম শামীম, কাশেম আলী মিলন. উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু, উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক মাহমুদ, রাজাপালং ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আলমগীর ফরিদ নিঝুম, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন গনতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে প্রান নাশের হুমকিদাতা বিএনপির নেতা দুদু কে আইনের আওতায় আনার দাবি জানান। গত পনের বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়। ক্ষমতার আমলে অনেকেই কোটিপতি বনে যান। ইয়াবা ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে হবে। উল্লেখ্য ১৫ ই আগস্ট কে কটুক্তি ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রাণনাশের হুমকি দাতা বিএনপির নেতা শামসুজ্জামান দুদু। উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যাক নেতা র্কমী মিছিলে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: