ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

বদরখালী সমিতির বিরুদ্ধে জলাধার ভরাটের সেই অভিযোগ তদন্তে প্রমাণিত, ৬ লাখ টাকা জরিমানা


বদরখালীতে পরিবেশ আইন লঙ্ঘনে সাগর চ্যানেলে সেলো মেশিনবসিয়ে বালু উত্তোলনর্পুবক জলাধার ভরাটের মহোৎসব।

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার উপকুলীয় জনপদের বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির বিরুদ্ধে পরিবেশ আইন লঙ্ঘনে সাগর চ্যানেলে সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলনর্পুবক জলাধার ভরাটের ঘটনা অবশেষে প্রমাণিত হয়েছে। মোহাম্মদ রিদুয়ানুল হক নামের সমিতির এক সভ্য বাদি হয়ে ছয়মাস আগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ বিষয়টির পরিবেশ অধিদপ্তরে দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তে ঘটনাটি প্রমাণিত হওয়ায় গতকাল রোববার (২৪ ফেব্রুয়ারী) পরিবেশ অধিপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন অভিযুক্ত সমিতির সভাপতি সম্পাদকসহ তিনজনকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন।

আদেশ কপিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক উল্লেখ করেছেন, তদন্ত চলাকালে ঘটনার বিষয়ে সমিতির সভাপতি হাজী নুরুল আলম সিকদার, সম্পাদক একেএম ইকবাল বদরী ও সেলো মেশিন মালিক আবুল কাশেম সিকদার প্রকাশ ভুট্টো সিকদার অভিযোগের আলোকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের কার্যালয়ে উপস্থিত হয়ে অপরাধ স্বীকার করেছেন।

উল্লেখিত জরিমানার টাকা আগামী ৩ মার্চ তারিখের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। একই সঙ্গে ভরাটকৃত বালু জলাশয় থেকে অপসারণ করতে সমিতিকে এবং নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি। আদেশে পরিবেশ অধিদপ্তরের পরিচালক উল্লেখ করেছেন বালু উত্তোলনপুর্বক জলাশয় ভরাটের কারনে বদরখালী সমিতি পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৭ ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশের যতেষ্ট ক্ষতিসাধন করেছেন। প্রাথমিকভাবে ক্ষতিসাধন নির্ণয় করা হয়েছে ৩৮ লাখ ৭১ হাজার ৬৮০ টাকা।

অনুসন্ধানে জানা গেছে, বদরখালী সমিতির সমিতির মালিকানাধীন বাজারের পশ্চিম অংশে শতবছরের পুরানো একাধিক গর্ত (বর্ধিত খাই জায়গা) রয়েছে। প্রতিবছর বর্ষাকালে বাজারের বৃষ্টির পানি গড়িয়ে পশ্চিম অংশের ওই গর্ত গুলোতে জমাট হয়। ক্রমান্নয়ে তা পশ্চিম অংশের সাগর চ্যানেলে নেমে যায়। ফলে বাজার ও আশপাশ এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত থাকে।

সমিতির সভ্যদের মতে, বৃষ্টির পানি গড়িয়ে পড়ে জমাটের পাশাপাশি সমিতির পক্ষ থেকে খাই গর্তের উল্লেখিত পরিমাণ জায়গা প্রতিবছর নিলামের মাধ্যমে সর্বোচ্চ ডাককারীকে মৎস্য চাষের জন্য ইজারা দেয়া হয়। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বর মাসে উল্লেখিত পরিমাণ খাই গর্তের জায়গা দুইবছর (২০১৮ ও ১৯ সালের জন্য) মেয়াদে ১৬ লাখ ১০ টাকা সর্বোচ্চ ডাককারী হিসেবে সমিতির সভ্য বদিউল আলম মানিক নামের একজনকে ইজারা দেয়া হয়েছে। ডাককারী মানিক সেই সময় সমিতির কাছে ৮ লাখ ৭০ হাজার টাকা রিসিটমুলে পরিশোধ করে যথারীতি মৎস্য চাষও শুরু করেছেন।

নিলাম ডাককারী ইজারাদার বদিউল আলম মানিক বলেন, দুইবছর মেয়াদে আমি উল্লেখিত খাই গর্তের জায়গা সমুহ মৎস্য চাষের জন্য সমিতির কাছ থেকে ইজারা নিই। প্রথমবছর আমি সমিতির কাছে ৮ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করে চাষও শুরু করি। এখনো মেয়াদ শেষ হতে আমার আরো একবছর দুইমাস সময় অবশিষ্ট আছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ইজারা মেয়াদ শেষ হতে সময় থাকলেও দেখি মৎস্য চাষের ওই খাই গর্তের জায়গায় সেলো মেশিন বসিয়ে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। ওইসময় আমি বিষয়টি সমিতির সভাপতি সম্পাদকের কাছে নালিশ করি। কিন্তু তাদের কাছে কোন ধরণের প্রতিকার পাইনি।

এ অবস্থায় বিষয়টি জনস্বার্থের বিপরীত হওয়ায় জলাধার ভরাটের এ ঘটনায় স্ব-উদ্যোগী হয়ে সমিতির সভ্য রিদুয়ানুল হক ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর গতবছরের অক্টোবর মাসে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক মো.মুমিনুল হক। পরবর্তীতে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের কাছে।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনের পরও বিষয়টির আলোকে ফের সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। এরই আলোকে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলন পুর্বক জলাশয় ভরাটের বিষয়টি সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রতিবেদন প্রেরণ করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের কাছে।

অভিযোগটি দায়ের করার প্রায় ছয়মাস পর তদন্তে ঘটনাটি প্রমাণিত হওয়ায় গতকাল রোববার পরিবেশ অধিপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জলাধার ভরাটে অভিযুক্ত সমিতির সভাপতি সম্পাদকসহ তিনজনকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন।

পাঠকের মতামত: