ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বদরখালীতে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বার্তা পরিবেশক :: বাঁশকাটা ফুটবল একাদশকে ১-০ হারিয়ে হেলাল ফুটবল একাডেমি উড়ন্ত সূচনা

চকরিয়ার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক পরিচালিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ টায় উদ্বোধনী খেলায় বাঁশকাটা ফুটবল একাদশকে ১-০ হারিয়ে হেলাল ফুটবল একাডেমি উড়ন্ত সূচনা করে।
এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি দেলোয়ার হোছাইন এম এ, সম্পাদক মঈন উদ্দিন বি এ, বদরখালী সমিতির সাবেক সম্পাদক নুরুল আমিন জনি, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ক্রীড়াবিদ শ্রমিক লীগ নেতা শওকত ওসমান।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সভাপতি উচ্চ বিদ্যালয় সভাপতি চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কাপ দাতা আলহাজ্ব নুরে হোছাইন আরিফ।

এসময় বদরখালী কলোনিজেশন উচ্চ প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ জয়নাল আবেদীন বড়, সাধারণ সম্পাদক নুরে হোছাইন আজাদসহ স্টেডিয়াম কমিটি ক্রীড়া সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতি খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার দিচ্ছেন বদরখালী ইউনিয়ন পরিষদের এমইউপি ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির পরিচালক বখতিয়ার উদ্দিন রুবেল। খেলা শেষে হেলাল ফুটবল একাডেমীর খেলোয়াড় হাতে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পাঠকের মতামত: