ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

প্রেমে প্রত্যাখাত হয়ে নারী সহকর্মীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক ::  প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রীতি অহলাট নামে এক নারী সহকর্মীকে গুলি করেন সাব ইন্সপেক্টর দীপাংশু রাঠি। পরে ওই পুলিশ কর্মকর্তা নিজেও আত্মহত্যা করেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভারতের দিল্লির রোহিণীতে এ ঘটনা ঘটে।

উত্তর–পশ্চিম দিল্লির রোহিনী মেট্রো স্টেশনের সাব ইন্সপেক্টর প্রীতি অহলাটকে লক্ষ্য করে গুলি করেন তারই সহকর্মী

পুলিশ সূত্রে বরাতে আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন প্রীতি। মেট্রো থেকে নেমে বাড়ি ফেরার পথেই তাকে লক্ষ্য করে দীপাংশু পর পর তিনটে গুলি ছো়ড়েন। প্রীতির মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আজ শনিবার ভোট চলছে দিল্লিতে। তার আগের দিনই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।

জানা যায়, দিল্লির রোহিনী অঞ্চলে একই ভাড়া বাড়িতে থাকতেন প্রীতি ও দীপাংশু। দু’জনেই একইসঙ্গে স্নাতক সম্পন্ন করেছেন। দীপাংশু অনেকদিন ধরেই মনে মনে ভালবাসতেন প্রীতিকে । কিছুদিন আগে সেই প্রেমকে পরিণতি দিতে প্রীতিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি প্রীতি অহলাট। প্রত্যাখ্যান হয়েই প্রীতিকে খুন করেন।

প্রীতির উপর যখন হামলা চালান দীপাংশু, তখন তিনি কাজ সেরে বাড়িতে ফিরছিলেন। মেট্রো থেকে নেমে পায়ে হেঁটেই ফিরছিলেন প্রীতি, সেই সময়ই দীপাংশু এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রেমঘটিত কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন দীপাংশু। তার বাড়িও সোনিপতে।

প্রীতির দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশের তদন্তকারী দলের দাবি।

পাঠকের মতামত: