ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন বৃদ্ধা দম্পতি

%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95এম.এ আজিজ রাসেল :::

কক্সবাজার শহরে প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন বৃদ্ধা দম্পতি। এসময় তাকে ভুলিয়ে-ভালিয়ে আড়াই ভরি স্বর্ণ নিয়ে চম্পট দেয় চক্রটি। ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বার্মিজ মার্কেটস্থ বানু প্লাজার পশ্চিম গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, লোহাগাড়ার চরম্বার নাসির মোহাম্মদ পাড়ার টুলু মিয়ার পুত্র সোলাইমান (৬০) ও তার স্ত্রী মোসলেম খাতুন (৫০) রোববার সকালে সন্তানের সাথে দেখা করতে কক্সবাজার আসেন। দেখা করে চলে যাওয়ার সময় বাজার ঘাটা এলাকা থেকে একটি প্রতারক চক্র তাদের পিছু নেয়। এসময় চক্রের এক সদস্য তাদের জন্য বিদেশ থেকে টাকা পাঠানোর কথা বলে বানু প্লাজার পার্শ্বে ওই গলিতে নিয়ে যায়। সেখানে টাকা দেয়ার জন্য ভিডিও কলে তাদের অন্য সন্তানের সাথে কথা বলার বাহানা দিয়ে বৃদ্ধা মহিলার কাছে সংরক্ষিত থাকা স্বর্ণের তিনটি আনটি ও একটি চেইন নিয়ে চম্পট দেয়। বৃদ্ধা দম্পতি অনেক ছেচামেছি করেও কোন সুরাহা না দেখে বাজারঘাটায় এক আত্মীয়কে বিষয়টি অবহিত করেন। এ ব্যাপারে আইনগত সহায়তার জন্য তারা সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

পাঠকের মতামত: