এম.জুবাইদ, পেকুয়া :
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপক’লীয় কলেজ এ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়েছে। ১লা জুলাই সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো: ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্টান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফা জামান খারেজ ও ইংরেজী প্রভাষক(খন্ডকালিন) আদিলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন, শহীদ জিয়াউর রহমান উপক’লীয় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ^বিদ্যালয়ের প্রতিষ্টাতা লায়ন মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রিদুয়ানুল হক, নুরুল ইসলাম, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জাকের হোছাইন এমইউপি। এতে বক্তব্য রাখেন অধ্যাপক আজম খাঁন চৌধুরী, আবুল হাসেম, মোহাম্মদ আলী, ইংরেজী প্রভাষক মোহাম্মদ আলম, প্রভাষক অজিত কুমার, প্রভাষক নাজিমউদ্দিন, প্রভাষক ড. জাকির হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এস এম শাহাদত হোসেন, জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা সভাপতি নুরুল আবছার, প্রাক্তন ছাত্র এফ এম সুমন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আজাদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অধ্যায়নরত ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্টানের শুরুতে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয় এবং ফুল দিয়ে নবীণ ছাত্রছাত্রীদেরকে বরণ করা হয়।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি লায়ন মজিুবর রহমান বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযুগি করার কারণে দেশে এখন শিক্ষার হার বেড়েছে। তিনি শিক্ষার্থীদের আরও বলেন, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে দুর থাকবে। পড়ালেখায় মনোযোগি হতে হবে। তোমরাই আগামীদের দিনের ভবিষ্যৎ। সমাজকে সুন্দর ও অপরাধ মুক্ত রাখতে সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
পাঠকের মতামত: