ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পেকুয়া থানায় ওপেন হাউস ডে অনুষ্টিত

mail.google.comগিয়াস উদ্দিন, পেকুয়া :::

পেকুয়া থানায় ওপেন হাউস ডে অুষ্টিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে থানা কম্পাউন্ডে ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়ার সভাপতিত্বে ও এস.আই বিমল কান্তি দেব এর পরিচালনায় অনুষ্টিত ওপেন হাউস ডের সমতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন এড, বিশেষ অথিতির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ কমিটির সভাপতি জননেতা এস.এম.গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী আবুল কাসেম. মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, আওয়ামী লীগ নেতা কাজিউল ইনসান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, পেকুয়া উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, সদর আ’লীগের সেক্রেটারী বেলাল উদ্দিন, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম. পেকুয়া থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের তৃনমূল ওয়ার্ড জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবি ও সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

উক্ত ওপেন হাউস ডের অনুষ্টানে বক্তারা পেকুয়ায় আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের সব সময় সক্রিয় থাকার পরামর্শ দেন। ওপেন হাউস ডে অনুষ্টানে বক্তব্যে আ’লীগ নেতা এসএম গিয়াসুদ্দিন ও মোঃ আবুল কাসেম বলেছেন, পেকুয়ায় জঙ্গি, নাশকতা ও মাদকের আগ্রাসন, অবৈধ অস্ত্রের মহড়া প্রদর্শন, দখল বেদখল, অপহরণ, খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, দূস্যতা, বন ভুমি দূস্যতা, জালজালিয়াতি, প্রতারনা, বাল্য বিয়ে, ইভটিজিং, সাইবার ক্রাইম, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে স্থানীয় থানা পুলিশকে খবর পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানানো হয়।

পাঠকের মতামত: