ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়া থানার নতুন ওসি আব্দুল মজিদ যোগদান

oc pek a majidস্টাফ রিপোর্টার. পেকুয়া:

পেকুয়া থানার নতুন ওসি হিসাবে আব্দুল মজিদ যোগদান করেছেন। গত ২৪ মার্চ কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে পেকুয়া থানার ওসি হিসাবে যোগদান করেন তিনি। গত ২৫ মার্চ তিনি পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়ার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এ আগে ওসি আব্দুল মজিদ কুতুবদিয়া থানার ওসি ছিলেন। এদিকে পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া কে নানা অনিয়ম দূর্ণীতির অভিযোগে কুতুবদিয়া থানায় বদলী করে পুলিশের উধর্ধতন কর্তৃপক্ষ। তিনিও কুতুবদিয়া থানায় যোগদান করেছেন। গত কয়েকবছর আগে আব্দুল মজিদ পেকুয়া থানার এস আই হিসাবে দায়িত্বপালন করেছিলেন।

#############

পেকুয়ায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার. পেকুয়া:

 পেকুয়া বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের সামনে পাঠাগারের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব।

পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. শহিদুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এস এম শাহাদাত হোসেন, পেকুয়া উপজেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম জায়েদ মোর্শেদ, সুচিন্তা পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কবির, পেকুয়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি শহিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক ফোরকান এলাহী, আলী হোসেন, মো. ইসমাঈল, ওসমান সরওয়ার বাপ্পি প্রমুখ।

উদ্বোধন শেষে ড. সজিব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণে দেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণ সমাজকে সংগঠিত কওে ওনার জীবনী জানার সুযোগ করে দিতে হবে। এজন্য বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের মতো প্রতিষ্ঠান বা ক্লাবঘর খুব দরকার। আমি আশা করছি, এলাকার কঁচিকাঁচা শিক্ষার্থীরা এ পাঠাগারে এসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগ পাবে।

  #################

দপ্তরি নিয়োগ পরীক্ষা স্থগিত

পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষকে উকিল নোটিশ

 স্টাফ রিপোর্টার. পেকুয়া:

পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় দপ্তরি নিয়োগ স্থগিত করা হয়েছে। গত ২৩ মার্চ প্রতিষ্ঠানটিতে দপ্তরি নিয়োগ হওয়ার কথা ছিল। এই পদে আবেদন করেছিলেন পেকুয়া সদর ইউনিয়নের সাবেকগুলদি গ্রামের মৃত মোকতার আহমদের পুত্র আবুল কাশেম আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁর আবেদনটি বাতিল ঘোষনা করে। পরে আবুল কাশেম হাইকোর্টের আইনজীবী মো. সোলতান উদ্দিনের মাধ্যমে দপ্তরি নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে আইনজীবি উল্লেখ করেছেন অভিযোগকারীর অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দপ্তরি নিয়োগের সকল কার্যক্রম স্থগিত করার জন্য ঘোষনা করেছেন। এ নোটিশের প্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ দপ্তরি নিয়োগের সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর রশিদ বলেন, নোটিশ পাওয়ার পর দপ্তরি নিয়োগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রাজাখালী এয়ার আলীখান উচ্চ বিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার.পেকুয়া:

পেকুয়ার রাজাখালী এয়ারআলী খাঁন উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৫ মার্চ সকালে বিদ্যালয় হলরুমে আলোচনা সভা, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সেইদিন রাতের ভয়াবহ প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনসারী আলীর পরিচালায় অনুষ্টিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা আ’লীগের সদস্য এস.এম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য উম্মে কুলছুম মিনু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু নিরুপম দাশ, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, আমির হোসাইন, নুরুল আলম, সিকদার ইয়াসমিন প্রমুখ। ২৫ মার্চের রাতের প্রমাণ্যচিত্র প্রদর্শনের সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: