ঢাকা,সোমবার, ১১ নভেম্বর ২০২৪

পেকুয়া থানার ওসি হিসাবে আবদুল মজিদ দায়িত্ব নেওয়ার ৭২ ঘন্টার মধ্যে ফের বদলী

oc pek a majidনিজস্ব সংবাদদাতা. পেকুয়া ::

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে আবদুল মজিদ দায়িত্বভার বুঝে নেওয়ার ৭২ ঘন্টার মধ্যে তাকে ফের বদলী করা হয়েছে। গত ২৮ মার্চ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ বদলীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ওসি আবদুল মজিদ টেকনাফ থানায় ওসি হিসাবে দায়িত্বরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়। মামলাটি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তাকে কুতুবদিয়া থানায় বদলী করা হয়। কুতুবদিয়ায় কয়েকমাস থাকার পর পেকুয়া থানায় বদলী করে। আর পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়ার ব্যাপক অনিয়ম দূর্ণীতি এবং ঘুষ বাণিজ্যর অভিযোগে তাকে কুতুবদিয়া থানার ওসি হিসাবে বদলী করে পুলিশের উধ্বতন কর্তৃপক্ষ। এদিকে মামলাটি আদালতে আমলে নিলে পেকুয়া থানার ওসি আবদুল মজিদ অভিযুক্ত হওয়ার সত্যতা পাওয়া গেলে পুলিশের উধবর্তন কর্তৃপক্ষ তাকে শাস্তি মূলক পেকুয়া থানা থেকে গত ২৮ মার্চ বরিশালে বদলী করে। অপর দিকে পেকুয়া থানার ওসি হিসাবে যোগদান করেন জহিরুল ইসলাম। তিনি এর আগে চকরিয়া থানার ওসি ছিলেন।

পাঠকের মতামত: