ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়া উপজেলা চেয়ারম্যান রাজু’র ৫টি মামলায় আগাম জামিন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::    পেকুয়া উপজেলা পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু তাঁর বিরুদ্ধে দায়েরকৃত ৫ টি মামলা থেকে আগাম জামিন লাভ করেছেন। মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস.এম কুদ্দুস জামান-এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেন্ঞ্চে শাফায়েত আজিজ রাজু’র মামলাগুলোর আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত আবেদনের শুনানী শেষে পেকুয়া উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু’কে সকল মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন। বিষয়টি সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও পেকুয়ার কৃতিসন্তান এডভোকেট মোঃ রায়হান আলম চৌধুরী ঢাকা থেকে সিবিএন-কে মুঠোফোনে নিশ্চিত করেছেন। জামিনপ্রাপ্ত মামলা গুলো হচ্ছে- জিআর-২১৭/২০১৮ (পেকুয়া), জিআর-২১৮/২০১৮ (পেকুয়া), জিআর-২২২/২০১৮ (পেকুয়া), জিআর-২২৮/২০১৮ (পেকুয়া) এবং জিআর-২২৮/২০১৮ (পেকুয়া)। হাইকোর্টে মামলাগুলো শুনানী করেন-সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন এবং তাঁকে সহায়তা করেন এডভোকেট মোঃ রায়হান আলম চৌধুরী। প্রসঙ্গত পেকুয়া উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার-১ আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম মাহমুদুল করিম চৌধুরীর সুযোগ্য সন্তান।

পাঠকের মতামত: