ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ৬ মাসে কুরআনে হাফেজ হলেন ৯ বছরের জুনাঈদ

গিয়াস উ‌দ্দিন, পেকুয়া ::pk

কক্সবাজারের পেকুয়া উপজেলার এক হেফজখানার ছাত্র মাত্র ৫ মাস ২৭ দিনে পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণ  মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন।

জানা যায়, ওই মেধাবী ছাত্র মোহাম্মাদ জুনাঈদ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পেকুয়া চৌমুহনী পুরাতন জমিদার বাড়ী জামে মসজিদ সংলগ্ন হাবিবিয়া হেফজ খানা ও এতিমখানার ছাত্র।
তার বয়স মাত্র ৯ বছর ৩ মাস বলে জানিয়েছেন ওই হেফজখানার প‌রিচালক ও  শিক্ষক হাফেজ নুর মুহাম্মদ এবং শিক্ষক হাফেজ আব্দুল আজিজ।
হা‌ফেজখানার প‌রিচালক হা‌ফেজ নুর মুহাম্মদ জানান, তা‌দের মাদ্রাসায় অ‌নেক এ‌তিম ছাত্র র‌য়ে‌ছে। তাই তি‌নি সরকারীভা‌বে তাদের হা‌ফেজখানা ও এ‌তিমখানা‌টি নিবন্ধনভুক্ত করার জন্য সরকা‌রের প্র‌তি জোর দাবী জা‌নি‌য়ে‌ছেন।

ওই ছাত্র উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদি সরকারি ঘোনা এলাকার বদিউল আলম এর ছেলে।

পাঠকের মতামত: