ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দোকানদার নিহত

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় বিলে মাছ ধরতে গিয়ে রমজান আলী (৪৫) নামে এক দোকানদার নিহত হয়েছেন।

রবিবার দুপুর ১টার দিকে উপজেলার মগনামা ইউপির শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী একই এলাকার মাহমদ হোছাইনের ছেলে।

স্থানীয় চেয়ারম্যান ইউনুছ চৌধুরী একজন বজ্রপাতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মোঃ আলী শরৎঘোনাস্থ তার বাড়ি সংলগ্ন এলাকায় রকমারী জিনিসের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। আজ দুপুরে অন্যান্যদের মত তিনিও বিলে মাছ ধরতে যায়। ওই সময় বজ্রপাতে তিনি মারা যান।

 

পাঠকের মতামত: