ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় বনবিভাগের সুবিধাভোগী পরিবারে ৮০ লাখ টাকার ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, পেকুয়া :: চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের আওতায় টেকসই বন ও জীবিকা উন্নয়ন (সুফল) প্রকল্পের সুবিধাভোগী ৩১৬ জন পরিবারের মাঝে প্রায় ৮০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার(১০ জুন) বিকেলে বারবাকিয়া রেঞ্জ কার্যালয়ের মাঠে চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, পেকুয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার ও টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম।

ওই সময় এমপি বলেন, বর্তমান সরকার সব জায়গায় সমান গুরুত্ব দিচ্ছে। বন নির্ভর পরিবারগুলোর আর্থ সামাজিক উন্নয়নে বনবিভাগের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

বনবিভাগের আওতায় থাকা লোকদের আর্থিকভাবে স্বচ্ছল করতে প্রায় ৮০লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আশা করছি সুবিধাভোগী পরিবারগুলো ওই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করে আর্থিকভাবে সুখে থাকবে।

পাঠকের মতামত: