ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় পাসপোর্ট প্রত্যাশির সাথে পুলিশের তদন্ত কর্মকর্তার আচরণ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া !

pekua,,পেকুয়া প্রতিনিধি :::

কক্সবাজারের পেকুয়ায় এক পাসপোর্ট প্রত্যাশির সাথে পুলিশের আচরন নিয়ে জনমনে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনাটি ঘঠেছে,  ১৮সেপ্টম্বর রোববার বেলা ২টায় স্থানীয় পেকুয়া থানা কম্পাউন্ডের নিচে। এসময় সরোজমিন থানা প্রাঙ্গনে অবস্থান কালে স্থানীয় আন্নরআলী মাতবরপাড়া এলাকার সম্ভ্রান্ত পরিবারের এক লোক থানায় আসেন। সেখানে উপস্থিত হয়ে আগন্তুক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগকারীকে তালাশ করাকালে মাহমুদ নামের এক ডিএসবি পুলিশ তার অপর রুমম্টেকে দেখিয়ে দিয়ে বলেন এটা ওনার নম্বর। তখন মেয়ের পাসপোর্ট প্রত্যাশি আগন্তুক দেখিয়ে দেওয়া লোকের কাছে গেলে আগন্তুকের দু’টি পাসপোর্টের তদন্ত প্রক্রিয়া তাদের দু’জনের নামে ইনডোস বলে জানায়। একপর্যায়ে উক্ত পাসপোর্ট প্রত্যাশিকে মাহমুদের সাথে আলাপের পরামর্শ দেন। তার পরমার্শ মোতাবেক ওই সম্ভ্রান্ত পরিবারের লোকটি ডিএসবি পুলিশ মাহমুদের কাছাকাছি গিয়ে নিজের পরিচয় জানিয়ে তার পরিবারের সদস্যের পাসপোর্ট ভেরিফাই তদন্তের বিষয়ে জানতে চেষ্টা করলে ডিএসবি পুলিশ মাহমুদ ওই লোকটিকে উদ্দেশ্য করে বলেন, পরিচয় হওয়ার দরকার কি? আমি কি আপনার চাকুরী করি নাকি? আমার দাবীকৃত বিষয়াধি মেটাবেন রিপোর্ট ও.কে যাবে আর না মেটাবেন ও.কে যাবেনা বলে মন্তব্য করেন। ডিএসবি পুলিশ মাহমুদের এমন মন্তব্য আচরনে এসময় থানা প্রাঙ্গনে উপস্থিত লোকজনের মাঝে ছড়িয়ে পড়ে চাঁপা ক্ষোভ ও হতাশা। একপর্যায়ে পুলিশের পাসপোর্ট সহায়তায় আসা লোকটিকে ডিএসবি পুলিশ মাহমুদ বিভিন্ন বিষয়ে জেরার মাধ্যমে নার্ভাস করে বিয়ের কাবিননামা, শশুর শাশুড়ির আইড কার্ড সহ আরো কতোকি দেখানোর নির্দেশ দিলে ওই পাসপোর্ট ভেরিফাই প্রত্যাশি ওই পুলিশ সদস্যকে তার সাথে গিয়ে একান্তে আলাপ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের আবেদন জানালে ডিএসবি পুলিশ মাহমুদ যাবেননা সবকিছু তার কাছেই নিয়ে আসার কড়া নির্দেশ দেন। সামান্য একজন পাসপোর্ট প্রতাশির সাথে ডিএসবি পুলিশ মাহমুদের রুঢ় আচরনের ঘটনায় এ প্রতিবেদক বিষ্মিত ও হতাশা প্রকাশ করলে ওই ডিএসবি পুলিশ মাহমুদ তাদের বিষয় নিয়ে এ প্রতিবেদককে নাক না গলাতে বলেন।

পাঠকের মতামত: