মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::
কক্সবাজারের পেকুয়া উপজেলা পল্লী বিদ্যুতের অব্যাহত ভয়াবহ লোডশেডিং বন্ধের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পেকুয়া উপজেলার চৌমুহুনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাব সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার হানিফ চৌধুরী, পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, কক্সবাজার জেলা সেচ্চাসেবক লীগের সদস্য এসএম শাহাদাত হোসেন, সাংবাদিক ছগি র আহমদ আজগরী, পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাবের সেক্রেটারী সাংবাদিক গিয়াস উদ্দিন, পেকুয়া জিএমসির শিক্ষক মাষ্টার জাহাঙ্গীর আলম, সাংবাদিক এফএম সুমন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মাষ্টার জহির উদ্দিন, ছাত্রলীগ নেতা রাশেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে বক্তরা বলেছেন, পল্লী বিদ্যুৎ পেকুয়া উপজেলার ৭ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চরম বৈষম্য করে আসছে। পেকুয়ার জন্য বরাদ্দের বিদ্যুৎ সঠিকভাবে সরবরাহ করা হয়না। পেকুয়ায় লোডশেডিংয়ের অবস্থা মারাতœক আকার ধারণ করেছে। বক্তরা হুশিয়ারী উচ্চারণ করে আরো বলেন, অনতিবিলম্বে পল্লী বিদ্যুৎ লোডশেডিং বন্ধ না করলে পেকুয়াবাসীদের সাথে নিয়ে সামনে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
পাঠকের মতামত: