ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

mirtuনিজস্ব প্রতিনিধি. পেকুয়া:

পেকুয়ায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৬ জুলাই রাত সাড়ে ৯ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুল কাদেরের পুত্র আজিম উদ্দিন (৩২)। বারবাকিয়া ইউপির সদস্য এনাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন আজিম বারবাকিয়া বাজার থেকে বাশঁ কিনে পানি দিয়ে বাড়ি ফেরার পথে নাজিরমোরা এলাকায় পল্লী বিদ্যুতের একটি তার পানিতে পড়ে থাকে ওই পল্লী বিদ্যুতের তার তাকে স্পর্শ করে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। এ ব্যাপারে পেকুয়া পল্লী বিদ্যুতের অফিস ইনচার্জ খোরশেদ আলমের সাথে কথা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।

পাঠকের মতামত: