ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় পর্দা উঠল কাছারীমোড়া প্রিমিয়ার লীগের

78এস এম হানিফ,  পেকুয়া ::

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লীগের (কেপিএল) পর্দা উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে এ ক্রিকেট টূর্ণামেন্টটির উদ্বোধন করেন সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবদিন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন ও কেপিএলের লগো উন্মোচন করা হয়। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এর আগে সকালে কেপিএলের রোড-শো করা হয়। রোড-শোটি পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। টুর্ণামেন্টটির আয়োজক শীলখালী নবতরুণ সংঘ।

কেপিএল পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম জিসাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া, কেপিএলের প্রধান উপদেষ্ঠা ও প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য বোখারী আজম, শিলখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ ফরিদুল আলম, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর, দি মিরর অব কক্সবাজার এর সম্পাদক হাসানুল ইসলাম আদর। এছাড়া উপস্থিত ছিলেন কেপিএলের উপদেষ্ঠা মাষ্টার এহেছানুল হক, ইদ্রিছ আলী ডলার, জাহেরুল ইসলাম জাহেদ, প্রেসিডিয়াম মেম্বার সেলিম রেজা, জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম, নাজমুল হোছাইন, রিফাত আফনান, মো. জুনাইদ, শামীমুল ইসলাম, ইফতেখারুল ইসলাম, ফরিদুল ইসলাম, সিহাবুল ইসলাম, মোসলেহ উদ্দিন, রেজাঊল করিম রিয়াদ, মো. ইসমাইল, রিফাত সিকদার প্রমূখ।

দলের মালিকদের মধ্যে ছমিউদ্দিন, মো. ছোটন, মিজানুর রহমান, আবু বক্কর উপস্থিত ছিলেন। স্পন্সর ছিলো মা লাইব্রেরি, নয়ন ডিজিটাল স্টুডিও, ছাবের ক্লথ স্টোর ও মেসার্স হোছাইন স্টোর।

গতকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় ইলেভেন ব্লাস্টার্স ও ড্রাগন্স ক্রিকেট। টসে জিতে ১২ ওভারের বিনিময়ে ইলেভেন ব্লাস্টার্স সাত উইকেট হারিয়ে ৮৬ রান তুলে নেয়। ব্লাস্টার্সের লক্ষ্য তাড়া করতে নেমে ড্রাগন ক্রিকেটস একের পর এক উইকেট হারাতে থাকে। একপর্যায়ে তারা সবকটি উইকেট হারিয়ে ৮৬ রান তুলে নিয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। উভয়দলের পয়েন্ট টেবিলে যুক্ত হয় এক পয়েন্ট করে।

পাঠকের মতামত: