ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ঢাকা বেকারিসহ ১০ প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ১০ প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বাজার মনিটরিং এর অংশ হিসেবে অতিরিক্ত মূল্যে আদায় নিম্নমানের পণ্য সরবরাহ ও মজুদ করার দায়ে ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১২ টায় পেকুয়া উপজেলার পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ও পেকুয়া চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পেকুয়া বাজারের গিয়াস উদ্দিনের মালিকানাধীন ভাই ভাই বেকারিতে নোংরা পরিবেশে পাউরুটি,বিস্কুট, কেক উৎপাদন করার দায়ে ৫০ হাজার ও পেকুয়া চৌমুহনী বাজার এলাকায় ঢাকা বেকারিকে একই অপরাধে ৩০ হাজার,পেকুয়া বাজারের ব্যবসায়ী পিঁয়াজ আরতদার জাহাংগীর আলমকে অতিরিক্ত মুল্য পিঁয়াজ বিক্রি করায় ৩০ হাজার ও নিম্নমানের পণ্য মজুদ ও সরবরাহ করার অপরাধে আশেক,ছোটন,আবুল কালাম,আবুল কাসেম,মামুন,ওসমান, ফোরকান,বদরুল আলমকে ৫ হাজার টাকা করে ১০ প্রতিষ্ঠান মালিককে মোট দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা সাংবাদিকদের জানান বাজার মনিটরিং করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: