ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় টয়লেট থেকে গরু উদ্ধার, আটক-১

নাজিম উদ্দিন :

পেকুয়ায় টয়লেট থেকে একটি উঠতি বয়সের গরুর বাছুর উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। (২৪ মার্চ) শনিবার বিকেল ৪টার দিকে এসআই শফিকুর রহমান চৌমুহনী কলেজ গেইট পেকুয়া প্রেস ক্লাবের পিছনে একটি বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে বাছুরটি উদ্ধার করে। এ সময় পুলিশ বাড়ির মালিক শেখেরকিল্লাঘোনা এলাকার মৃত,অছিউর রহমানের ছেলে গোলাম রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গোলাম রহমান উপজেলা বিএনপি’র সভাপতি ও সদর ইউপি’র চেয়ারম্যান বাহদুর শাহ’র বড় ভাই বলে জানা গেছে। গরুর মালিক সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকার জাফর আলমের স্ত্রী খালেদা বেগম জানায় গত ৫দিন ধরে ওই বাছুরটি পাওয়া যাচ্ছেনা। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করেছি। পুলিশকে নিয়ে ওই বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে গরুটি উদ্ধার করেছি। তিনি আরো জানান ৫দিন ধরে গরুটি আটকিয়ে রেখেছে। পানি-খাবার দেয়নি। ক্ষিধা ও তৃষ্ণার যন্ত্রনায় গরুটি দুর্বল হয়ে পড়েছে। গোলাম রহমান একজন পাষন্ড লোক। মানুষ হয়েও সে পশুর মত কাজ করেছে। সে পশুর চেয়েও নিকৃষ্ট। স্থানীয়রা জানায় গোলাম রহমানের এ ধরনের গর্হিত কাজ ক্ষমাযোগ্য নয়। সে পশুর চেয়ে অধম। এসআই শফিকুর রহমান জানায় গরুর বাছুরটি টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। গোলাম রহমানকে স্থানীদের মধ্যস্থতায় ছেড়ে দেয়া হয়েছে। গাছের চারা বিনষ্ট করায় ক্ষোভে বাছুরটি আটকিয়ে রেখেছে। কাজটা অবশ্যই তিনি ভাল করেননি। চুরির উদ্দ্যেশে আটকিয়ে রাখা হয়নি।

পাঠকের মতামত: