ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় জেল পালানো আসামি গ্রেফতার

atokপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় জেল পালানো এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ১০ সেপ্টম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচুরা ঠান্ডারপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ হোসেন (৪০)। তার বাড়ি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে বলে নিশ্চিত করেছেন পুলিশ। পেকুয়া থানার অফিসার ইনর্চাজ জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া জানায় মো.হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় জেলে ছিল। কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে কৌশলে সে গত তিন দিন আগে জেল থেকে পালিয়ে যায়। পেকুয়ায় তার শাশুর বাড়ি। এ সুবাধে ওই ব্যক্তি গত দু’দিন আগে থেকে পেকুয়ায় অবস্থান করে। উজানটিয়া ইউনিয়নের সুতাচুরা এলাকায় তার স্ত্রীর বড় বোনের বাসায় আতœগোপন করে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে জনতার সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়। মো.হোসেনের স্ত্রী সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা মছিন্যাকাটা এলাকার মৃত.আমির আহমদ ফকিরের মেয়ে সাবিনা ইয়াসমিন জানায় তার আরো একাধিক স্ত্রী রয়েছে। অবিবাহিত পরিচয় দিয়ে গত চার বছর আগে আমাকে বিয়ে করে। সংসারে আমার তিন বছরের ছেলে রয়েছে। আমি তার বিরুদ্ধে মামলা করেছি। ওই মামলায় তিনি জেলে গেছেন।

পাঠকের মতামত: